Logo
×

Follow Us

ইউরোপ

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্পেন-জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ১৫:৩২

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্পেন-জার্মানি

জার্মানির জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করছেন এক দমকল কর্মী। ছবি: আল জাজিরা

তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্পেন ও জার্মানির জঙ্গলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। গতকাল রবিবার (১৯ জুন) এ দাবানল ছড়িয়ে পড়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে এ বলা হয়েছে।

বলা হচ্ছে, বছরের এই সময়ে এমন দাবানল খুবই অস্বাভাবিক। কারণ অঞ্চলটিতে কেবল গ্রীষ্মকাল শুরু হয়েছে। 

জানা গেছে, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানের ২৫ হাজারের বেশি হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

জার্মানির কর্মকর্তারা জানিয়েছে, আগুনের তীব্রতা বাড়ায় বার্লিনের কাছের তিনটি গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই অসময়ে তীব্র তাপপ্রবাহ বইছে। আর তাতেই এই দাবানলের ঘটনা ঘটছে।

উল্লেখ্য, স্পেনের বিভিন্ন শহরে সপ্তাহজুড়েই ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের আবহাওয়া মূলত আগস্টে প্রত্যাশা করা হয়। তাছাড়া এবছর একদিকে কম বৃষ্টি অন্যদিকে দমকা হাওয়া। এতে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে। তাপপ্রবাহের প্রভাব এতো বেশি যে, ইংল্যান্ডের উচ্চতর রয়্যাল অ্যাসকট রেসকোর্সের প্রোটোকলেও একটি বিরল পরিবর্তন আনা হয়েছে। সেখানে অতিথিদের মাথায় টুপি ও জ্যাকেট ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে, যা শুধু রাজ পরিবারের জন্য নির্ধারিত ছিল।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, গত শুক্রবার (১৭ জুন) মাদ্রিদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ফারেনহাইটে পৌঁছায়। ১৯৮১ সাল থেকে বছরের এ সময়ে এমন তাপমাত্রা দেখা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫